ক্ষত্রিয় যাদুঘর / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
ক্ষত্রিয় যাদুঘর প্রেমাঙ্কুর মালাকার গুড্ডু আনলো, এনথ্রোপলজি, ক্ষেত্রিয় যাদুঘরে- এন্ট্রি কার্ডে, বাঙালি মহিলা, ধান ঝাড়ে কূলো ধরে। তেইশ শতাংশ, বাঙালির বাস, পরিসংখ্যানে লেখা- তাই পথে ঘাটে, পাচ্ছি হামেশা, কতো বাঙালির দেখা! তামিল ‘ একুশ’, বিহারিরা ‘পাঁচ’, উপজাতি মোটে ‘তিন’; নিজভূমে ওরা, আজ পরবাসী, পিছোচ্ছে দিন দিন! ঘুরে ঘুরে দেখি,উপজাতিদের, নানা রকমের ঘর; নানা উপাদানে, বানিয়ে…