অপেক্ষা / আগন্তুক / বাংলা কবিতা /
অপেক্ষা আগন্তুক সে বললো ! আমার আকাশ হবে , নীলে নিলাম্বৃত মনোসংযোগী নিখাদ অমৃত সম! রাতের আঁধার টুকুও নাকি ,তার চন্দ্রশোভার শুভ্রতার , ম্লান হাসিতে ভরিয়ে রাখবে ! আমি দিলাম তাকে আকাশ হতে । সে বললো আমার স্বপ্ন হবে ! আমার চোখ দুটিতে নাকি সে ব্রহ্মাণ্ড দেখতে পায় ! আমাকে নিয়েই নাকি তার যত গল্পঃ…