হৃদয়ে রবীন্দ্র নাথ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা / রবি পক্ষ /
হৃদয়ে রবীন্দ্র নাথ মৃনাল কান্তি বাগচী ——– শৈশবে বারে বারে দেখেছি তোমার ছবি তখন বুঝিনি তুুমি বিশ্ব কবি। তোমার ছবিতে মালা দিয়ে তখন দেবতা জ্ঞাণে পূজিতাম, মানুষও দেবতার আসনে বসতে পারে যখন তোমাকে হৃদয় দিয়ে বুঝিলাম। সাহিত্যের সব শাখায় তোমার রয়েছে যে অগাধ অবদান, তার মূল্যায়ন করবার নাই বিন্দুমাত্র মোর যোগ্যতা মান। সুখে দুঃখে…