প্রেমরূপ / প্রদীপ সরকার / বাংলা কবিতা / আগমনী সংখ্যা /
প্রেমরূপ ✍️ প্রদীপ সরকার প্রেম অনেক রকমের হয়। কেউ সৌন্দর্যের প্রেমে মজে রয়। কেউবা অর্থের প্রেমে ডোবে। আবার কেউবা হয়তো নিজেকে হারায় বৈভবে। কিন্তু মানুষ যখন ব্যাক্তিত্বের প্রেমে ডোবে, তখন আর কোনও উপায়, বুঝি মনে হয়, থাকেনা বাঁচার। কারণ, সে যে তখন শুধু ভালবেসেই সুখী মনে করে নিজেকে, বারংবার। মান, অপমান, অভিমান নামক আবেগগুলো কেমন…