প্রিয়তমাসু / অরবিন্দ নাহা / বাংলা কবিতা / আন্তর্জাতিক ভাষা দিবস সংখ্যা /
প্রিয়তমাসু অরবিন্দ নাহা আজ আমি এপাড়ে সঙ্গী বিহীন একা —– কথা দিয়েছিলাম তোমাকে কোলকাতা দেখাবো, কিন্তু কথা রাখা আমার হলো না , -ক্ষমা করো। আজ তোমার কল্পনার শহর তোমার স্বপ্নের শহর কোলকাতার প্রতিটি ইটে -কাঠে-পিচে-পাথরে দেওয়ালে -দেওয়ালে খুঁজে পাই তোমার যাদুকরী সে দুটি চোখ যে চোখ আমাকে আগলে রাখতো– শাসন করতো –সাহস যোগাতো অনুরাগে ভরিয়ে…