হীরক রাজার দেশ / নবু / বাংলা কবিতা / আগমনী সংখ্যা /
হীরক রাজার দেশ নবু আমরা যেমন আছি- যতই ভাবো বঙ্কু বাবু যতই ছেঁড়ো কেশ, সব সময় রাখবে মনে এটা হীরক রাজার দেশ। মন্ত্রীরা যা বলে বলুক সার বস্তু ফাঁকা, এটা দেবো ওটা দেবো চাইলে বলে নেকা। স্টেজে উঠে নেতা বলে এই করেছি আমি, সব দলের নেতাই ভরু আমিই শুধু দামী। বৃষ্টি হলে জল জমে যায়…