তবুও শূন্যতা / আগন্তুক / বাংলা কবিতা /
তবুও শূন্যতা আগন্তুক আমার মধ্যস্থে ,, বিষধর সাপেরা খেলা করে ! ফুল ফোটে ঝরে,পাখিরা গান গায় সুরে ! উৎফুল্লতায় ভ্রমরেরা আসে,ভালোবাসা ভরাতে দুটি মনে ! নিয়তিরা ঘ্যোত্ মেরে থাকে শ্বাস-বায়ুর প্রত্যাগমনে ! চাঁদ তারা হামাগুড়ি দেয় দিবানিশি বক্ষ প্রাচীরে ! ঝড় ওঠে,মৃদু বাতাস বয়,মেঘ চুয়ে বৃষ্টি ঝরে! জোয়ালামুখি জাগে,ঝর্না ঝরে,পর্বতের বক্ষ চিরে ! গ্রহ…