দিন গোনা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
” দিন গোনা “ রণজিৎ মন্ডল স্বপ্নের জাল বোনা, বসে বসে দিন গোনা, বাকি কত? পৌঁছতে শেষ ঠিকানা! এই বুঝি গেল প্রাণটা, নীরবতা চুরমার, বাজি, পটকার , চকলেট বোমার, শব্দ শোনা, শব্দের ডেসিমেল যন্ত্রে গোনা, বধির আগেই , কতদিন অজানা! তাই ফাটিয়ে দুম, দাম শোনা! বুক ধড়ফড়, নাক ঘড় ঘড়, শরীর টা পুরানা তাই সইতে…