একার সাথে / চিত্রশিল্পী তপন কর্মকার / বাংলা কবিতা /
একার সাথে চিত্রশিল্পী তপন কর্মকার হৃদ পাঁজরে পেরেক গাথা, গজালও তার সাথে। এখন… আর…. ঘুম আসে না রাতে, ঘুম আসে না রাতে!! পথে একটি গাছের সঙ্গে দেখা, যেন সব গাছেদের আদিম পিতা। নমস্কারে বলি তারে, ও-হে বৃক্ষ বুড়ো, এ তল্লাটে দেখেছ কি রাবণ সীতা। আজ ..কাদের ..মালা কারা বসে গাঁথে, কারা বসে গাথে! এখন …আর…