রাত্রির শেষে সূর্য / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
রাত্রির শেষে সূর্য মৃনাল কান্তি বাগচী রাত্রির কাছে সূর্যকে চেয়ে সূর্যকে আপন করিয়া পেয়েছি, সূর্যকে পেয়ে সত্যিই কি রাত্রিকে ভুলতে পেরেছি ? রাত্রি তো রাত্রির মতো সূর্য কখনো নয়, পাল্টাতে চাইলেও জীবনের অনেক কিছু পাল্টানো নাহি যায়। মনের ক্যানভাসে জীবনব্যাপী কত ছবি আঁকা হয়, তার সব ছবি কি ফিকে হয়ে যায় ? জীবন চলার পথে…