তুমি বলেছিলে / আগন্তুক / বাংলা কবিতা /
তুমি বলেছিলে আগন্তুক তুমি বলেছিলে প্রাণনাথ,, এই যে যাওয়া,এখানেই শেষ নয়, তুমি আবার ফিরে আসবে! রামধনু রঙ গায়ে জড়িয়ে, সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে, কোনো এক অচিন বেশে, ঠিক আমাকে,আমাকেই ধরা দিতে!! সেই থেকেই আমি… নদীতীরে বৃক্ষতলে বসে,, ঢেউ গুনি আর খেয়া মাঝির গান শুনি! কত তরী পার হয়,কত অচেনা আসে, বান ডাকে,কুল ভাঙেগড়ে…