বিবেকানন্দ স্মরণে / সোমনাথ প্রামাণিক / বাংলা কবিতা /
বিবেকানন্দ স্মরণে সোমনাথ প্রামাণিক ধর্ম সাগরে মন্থন তরে উঠিয়াছিল হলাহল , কোন ধর্মে মুক্তির পথ মানবের মাঝে কোলাহল। বিশ্ব মাঝে সৃষ্টি যতো ধর্মের ভেদাভেদ , গুরু শিষ্য ঘুচাইলো তাহা যুক্তি ছিল অভেদ। একই লক্ষ্য সহস্র পথ বৃথা কেবল হানাহানি , মনুষ্য মাঝে প্রকৃত লক্ষ্য দিয়েছিল হাতছানি। গুরুর বাণী প্রতিষ্ঠা পাইবে বিশ্ব ধর্ম সভায়, সপ্ত সমুদ্র…