অন্বেষা, তোমায় দিলাম / শ্রী নীলকান্ত মনি / বাংলা কবিতা /
অন্বেষা, তোমায় দিলাম শ্রী নীলকান্ত মনি মন বলল আমার যা কিছু সব ভালো-মন্দ তোমায় দিলাম! মনই বলল তোমার এই তুমিটি কে!? চেনো তাকে!? মন বলল তাকেই তো ভাই সারা জীবন খুঁজে গেলাম! মন বলল পেলে তাকে খুঁজছোই বা কেন!? আমাকে তো কেউ নেবেনা নেবে আমার কাজটুকুকে! কাজের যতো বোঝা এখন রাখিই বা কার কাছে ফেরার…