ভাঙাচোরা / ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা /
ভাঙাচোরা ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) আকাশের হাজার হাজার তারার নিচে আমার ফুটো কপাল। সৃষ্টির আর স্রষ্টার অনিপুন প্রয়াস থেকে বিপুলা এই সুন্দর বসুন্ধরার বুকে হঠাৎ অসুন্দর অদক্ষ হিসেব এই মনুষ্যজন্ম। তোমার ভালোবাসার দ্বারা ভাঙাচোরা ঝালাই দিয়ে বাঁচতে চাই। এই জীবন পুষ্প বৃতি দল পুং এবং গর্ভরূপ সুন্দর চতুর্মুখী সৃষ্টি সম্ভারে সেজে উঠুক। সৌরভ গৌরব…