প্রেয়সী / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
প্রেয়সী শ্যামাপ্রসাদ সরকার জানি, আলো হাতে নিয়ে হয়ত বসে আছ! আঁধারমাণিকের দলে অচিনপ্রহরী সব, আজকেও যদি জেগে থাকে প্রতিবিম্বময়, সেজন্য জমা করে রেখেছি দু’চোখের পাতা, ক্ষমার দূর্বলতাতে না দিয়ে সাড়া আজ বসে থাকব চিরন্তর প্রতীক্ষাবাসরে। আজ উঠে আসে অজস্র জাফরানী দিন ভেতরে দাঁড়ের শব্দ শুনি, অজানা নৌযাত্রাপথে তবুও এখন থেমেছি, এভাবেই তো থামতে হত…! জানি!…