বসন্তে পশ্চিমি ঝঞ্ঝা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
বসন্তে পশ্চিমি ঝঞ্ঝা রণজিৎ মন্ডল আসিয়াও থামিছে বসন্ত কোথাও, কোন পশ্চিমি ঝঞ্ঝায়, কোকিল গাহিছে না, পলাশ ফুটিতেছে না, বাতাস বহিতেছে না, মেঘেদের আনাগোনায়। শীতের হিমেল হাওয়া নিয়েছে বিদায়, ঘাষের ডগায় শিশিরের রূপালি দোলায়, কারো নেই সেই নেশা, সকালের শিউলি তলায়, কুড়ানো ফুলের মালা গাথা আর চেয়ে থাকা, কৈশোরের বন্ধুর অপেক্ষায়, আসিলে এ পথে, কহিবে তারে…