আ পো স / আগন্তুক / বাংলা কবিতা /
আ পো স আগন্তুক আবার যদি কোনো ক্ষণে আসি, জাপটে ধরে বলো ভালোবাসি! জুড়তে পারি ফের আমাকে আমি, ভুলতে পারি তোমার দেওয়া আঘাত শতরাশি। দেখতে পারি তোমার চোখেই স্বপ্ন, বাইতে পারি তোমার ভাঙা নাও! ডুবতে পারি আগের মতই দুঃখে, তুমি যদি তাতেই সুখ পাও! ফের আগের মতই হতে পারে সব, যেমন সারথী তুমি , আমি…