নিবিড় আঁধারে তুমি / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা / বর্ষবরণ সংখ্যা /
নিবিড় আঁধারে তুমি মৃনাল কান্তি বাগচী আঁধার রাতের বন্ধু হয়ে নাইবা তুমি এলে, নিবিড় আঁধারে রেখে গেলে ফেলে। যতই তুমি যাও আমায় ফেলে দূরে, তবুও নিয়েছো আমায় আপন করে। নিজের মাঝে আজও দেখি তোমায় যতই দূরে চলে যাও আমায় ফেলে হেথায়। হৃদয় মাঝে জ্বালালে ভালোবাসার দীপ, সুখের দিনে,দুঃখের দিনে আপনজনের মুখ মনে পড়ে অধিক। তবুও…