বসন্তের আগুন / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
বসন্তের আগুন রণজিৎ মন্ডল বসন্ত এসেছে মনের বনে, লালপলাশেরঅঙ্গনে, কোকিলের কুহু কুহু গানে। বসন্ত কি জানে ! কত ফুল ফোটে, কত ফুল ঝরে চিরতরে এই ফাগুনে! কত মন জ্বলে পুড়ে মরে ফাগুনের বসন্ত আগুনে! হোলির খেলায় মাতে যৌবনে, আজ বাদে কাল যার রন্ধ্রে রন্ধ্রে, ভরে যাবে ঘুনে! হাজার ডাকেতে,রাত্রি নিশিথে স্বপ্নের বাসরে রাত জাগা আসরে…