যেদিন চলে যাবো / বাবু বিশ্বাস / বাংলা কবিতা /
যেদিন চলে যাবো বাবু বিশ্বাস আমি যেদিন চলে যাবো তোমাদের ধ্যান ভাঙবো না মায়ার ডোরে যতই সাধো মায়ার জোরে থামবো না গাইবো না গান বিষাদ সুরের দুঃখ নদে বইবো না ফাগুন দোলায় আগুন লাগুক তেমন কিছুই চাইবো না চাইবো না কেউ আমায় ভেবে দু-ফোঁটা জল চোখের ঝরাও বিসর্জনের পথটি আঁকড়ে মলিন মাখা দু-হাত বাড়াও আমি…