ক্ষ্যাপা / ভূদেব ভট্টাচার্য্য / বাংলা কবিতা /
ক্ষ্যাপা ভূদেব ভট্টাচার্য্য ওকে দেখে তোমরা করোনা অবহেলা, সবাই যে বলে সর্বঘটে কাঁঠালি কলা। কথা একটু বেশি বলে, এই কথা যে ঠিক। বলতে গেলে ভাবে না কিছু, দেখেনা চারিদিক। ভালো একটা মন আছে তার, কেউ তো বোঝেনা। কারো ভালোবাসা পেলে একবার, তাকেও সে ভুলেনা। বিপদ কাহারো দেখলে যেমন ঝাঁপিয়ে সে পড়ে, সব কাজ শেষ না…