ওরা কাজ করে / সুপর্ণা দত্ত / বাংলা কবিতা /
ওরা কাজ করে ✍সুপর্ণা দত্ত ওরা কাজ করে ওরা কাজ করে গ্রামের মাঠে মাঠে দিকে-দিগন্তে। ওরা কাজ করে মাথার ঘাম পায়ে ফেলতে ফেলতে।। ওরা লাঙল চালায়,কোদাল কোপায় বন্ধা জমিতে । ওরা ফসল ফলায় আমাদের মুখে অন্ন জোগাতে।। ওরা পারেনা নিজের সন্তানের মুখে আহার জুটাতে। ওরা পারেনা সুখ-স্বাচ্ছন্দ আর বিলাসিতায় গা ভাসাতে।। ওরা যে জর্জরিত মহাজনের…