অভিমন্যু বধ / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
“অভিমন্যু বধ” রণজিৎ মন্ডল ঐ তো আসিছে শঙ্খধ্বনি, এই শঙ্খের ধ্বনি তো যুদ্ধের আহ্বান! প্রীয় অনুজ ভীম, অর্জুন তো এখনো আসিল না ফিরে, রনভূমি ছেড়ে কতদূরে সে, চিন্তা কর না জেষ্ঠ পিতাশ্রী, আমি তো আছি, আমি বীর অর্জুনের পুত্র অভিমন্যু! কিন্তু পুত্র অভিমন্যু, অস্ত্রগুরু দ্রোণাচার্য এখন কৌরব পক্ষের সেনাপতি, উনি পরশুরামের শিষ্য, ওনার পারদর্শিতা অপরিসীম,…