সড়কের মালা আর তার মালী / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
সড়কের মালা আর তার মালী প্রেমাঙ্কুর মালাকার “তিলানি” পেরোই, “রেইনচৌকি”, পার হই ” নরকোটা”- “খাঙ্করা” পার, বাসে চেপে চেপে, পাহাড়ের পথে ছোটা। “কালিয়া সৌরে”, বাস থেমে যায়, চওড়া হচ্ছে পথ; ক্র্যাশার মেশিনে,ভাঙছে পাথর, যন্ত্রে মন্ত্রবৎ! হাতুড়ির ঘায়ে, এ পাথর ভাঙা, নয় মানুষের কাজ- ” কালিয়া সৌরে”,সীমা সড়কের, কারখানা দেখি আজ! পাথরের কুঁচি, সাজিয়ে রেখেছে, কোথাও…