শিল্পী / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
বিশ্ব কবিতা দিবসের কবিতা শিল্পী দীননাথ চক্রবর্তী তুমি পাথর ছুঁড়েছো একটার পর একটা তাকে তাক করে করে ঝরিয়েছো কত রক্ত যুক্তি তর্কের মুখে ঝামা ঘসে । ও কিন্তু কুড়িয়েছে পাথর কোঁচড় ভরে পৌষের হিমেল শীতে সজনে ফুল ভেবে । রক্ত ঝরেছে সেই রক্ত মশলা পীযূষ করে গেঁথেছে জীবনকে ঘিরে একটার পর একটা পাথর । আগুন…