তোমায় মনে ক’রে / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
তোমায় মনে ক’রে রণজিৎ মন্ডল আমি আবার এলাম ফিরে শুধু তোমায় মনে করে, প্রথম দিনের স্মৃতিগুলো বড্ড জ্বালায় মোরে। মনে পড়ে প্রথম যেদিন তোমায় সাথি করে, বকুল তলায় ফুল কুড়িয়ে পাতায় জড়ো করে, একটি মালা গেথেছিলাম মনের মত করে, তোমার গলায় পরিয়ে দিতে বলেছিলে মোরে। দিয়েছিলাম গলে তোমার গিয়ে ঠাকুর ঘরে, তুমি আমার পানে চেয়েছিলে…