স্বর্গীয় সাত সাধু / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
স্বর্গীয় সাত সাধু প্রেমাঙ্কুর মালাকার বদরীর থেকে, ফেরার সময়, “ক্যাম্পে লামবাগার”- সাতটা শুভ্র, বরফের চূড়ো, পাশাপাশি সার সার! দেখে মনে হয়, ধ্যানগম্ভীর, স্বর্গীয় সাত সাধু; কোন সাধনায়, স্বর্গ ছুঁয়েছে! সাধনায় কোন যাদু? কখনো লাগছে, শ্বেত পাথরের, কারুকাজ অদ্ভুত! মহা ভাস্কর! স্বয়ং স্রষ্টা! তাঁর কাজে নেই খুঁত! বরফ বিহীন, পাহাড়ের ফাঁকে, সপ্ত বরফ চূড়ো- নয়ন শোভন!…