মে দিবস / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
মে দিবস দীননাথ চক্রবর্তী কিগো,মে দিবস ভালো আছো? বললাম আসলে একটা সৌজন্য জানি তো একটুও ভালো নও বয়স তো আর কম হয়নি তবু দেখো আজও বেরিয়েছো কাজের শিকারে যদি একটা কিছু মেলে স্টেশনে স্টেশনে জালান গেটে গেটে নিকুচি পেটের জন্য… ওদিকে দ্যাখো বাবুরা সব দিব্যি ছুটি উপভোগে ব্যস্ত ছুটি মানেই তো পরিবারে পূর্ণিমা মঞ্চে…