পতিত পাবনী মা গঙ্গা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
পতিত পাবনী মা গঙ্গা মৃনাল কান্তি বাগচী তুুমি মা গঙ্গা,বয়ে চলেছো গঙ্গোত্রী থেকে সাগরের দিকে অনাদি অনন্ত কাল হতে, এই দীর্ঘপথে গড়ে উঠেছে কত শহর জনপদ তোমার দুই পাড়েতে। তোমার জলধারায় সিক্ত হয়ে তৈরী হচ্ছে শসা শ্যামলা সবুজ খেত ও অজস্র বনভূমি, মোদের বেঁচে থাকার খাদ্য,বস্ত্র,বাসস্থানের রসদের অন্নদাত্রী তুুমি। তোমার করুনায় পাই মোরা তৃষ্ণার বারিসহ…