শেষের কবিতা’র পাতা / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
শেষের কবিতা’র পাতা শ্যামাপ্রসাদ সরকার ভাই ছুটি, তোমাকে সকালবেলা হতেই মনে পড়ল বলে ভেবে বসনা যে আমি দূর্বলচিত্তের দাবী মেনে আমার পরমহিতৈষীর স্মরণাপন্ন হলেম। আসলে তোমার নাম উচ্চারণে একপ্রকার ছলনা লাগে, বিস্মরণের অবহেলা থেকে ছুটি নেব বলেই। আজ মাঘ কুয়াশার সমাপতনে অকাল বসন্ত ডাক পাঠাচ্ছে বলে ভেব না তোমায় আপাত অপ্রাসঙ্গিকতার অভিশাপ থেকে ছুটি মিলল…