সুখের দীর্ঘশ্বাস / চিত্রশিল্পী তপন কর্মকার / বাংলা কবিতা /
সুখের দীর্ঘশ্বাস চিত্রশিল্পী তপন কর্মকার ও পাখি সূর্য ডেকে আনো, ঘুমেতে পাড়াটা যে লাশ। ও পাখি আর চেওনা আদর, ফুলেরা করছে উপহাস।। চেয়ে দেখো আকাশ নদী, করছে তাকাতাকি। ঐ বনাঞ্চললে রাত্রি দিন, প্রেমে মাখামাখি। বাড়েনা টানলে জীবন, সময়ের ক্রীতদাস।। এখানে একঘেয়ে দিন, আসে যায় বারোমাস। শুকনো ভালবাসায় , গড়েনা ইতিহাস। এ বুকে আগ্নেয়গিরির, সুখের দীর্ঘশ্বাস।।…