প্রভাতী ভ্রমণে রোজানা কতো কি দেখি! শব্দে সাজিয়ে মালা গেঁথে লেখালেখি!! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
প্রভাতী ভ্রমণে রোজানা কতো কি দেখি! শব্দে সাজিয়ে মালা গেঁথে লেখালেখি!! প্রেমাঙ্কুর মালাকার স্টেশন বিরাটী ঠিক পেছনেই, “কবিগুরু উদ্যান”- ছ’খানা বকুল, পলাশ ও ঝাউ, বাগানে দৃশ্যমান। স্টেশন ছাড়িয়ে সে পথ ধরেই, একটু এগিয়ে গেলে- অধুনা বাঁধানো খালপাড় জুড়ে, কতোনা দোকান মেলে। রাস্তার পাশে সারিসারি ‘চার’, কাঠ বাদামের গাছে- আজকাল দেখি শাখায় শাখায়, কতো ফল ধরে…