চল ঋতু নরকে চলে যাই / বাসুদেব চন্দ / বাংলা কবিতা /
চল ঋতু নরকে চলে যাই- বাসুদেব চন্দ আজ আবারও শিশির ও আমি বসেছি মুখোমুখি- মাঝখানে দুটো গ্লাস তাকিয়ে আছে যেন আমাদের চেয়েও দুঃখী! বেশি খেলে আমি থম মেরে থাকি দু’পেগে ভুলভাল বকি- “হ্যাঁরে শিশির, এ-নেশাতুর’রাতে ঘরে শুতে গেলে তোর বউদি আমায় ঢুকতে দেবে না রে! ঋতু হলে আলাদা কথা, নরম সুরে বলত-“কী যে তুমি করো!…