ফ্লাইওভারে দাঁড়িয়ে সময় / দীননাথ চক্রবর্তী / বাংলা কবিতা /
ফ্লাইওভারে দাঁড়িয়ে সময় দীননাথ চক্রবর্তী খোলা রাস্তার ওপর পা ছড়িয়ে বসে বুড়ি সামনে বিছানো কুয়াশার সাদা অন্ধকার আর স্তনের বোঁটায় তার বিন্দু বিন্দু রক্ত । ঠান্ডাটা পড়েছে কদিন জাঁকিয়ে পরিযায়ীর তবু আগমন ঘটেনি চিড়িয়াখানার সরোবরে । সাইবেরিয়ার হিম ঠান্ডা তখন দুই বাহুতে বাঁধে বাউনিয়ার কিশোরী মালতীকে। আর এই দৃশ্যটি দেখে ক্রংক্রিটের ফ্লাইওভারে দাঁড়িয়ে সময় মোবাইলে…