রথযাত্রার ধ্বনি / অনুচিন্তায়–নবু / বাংলা কবিতা /
**রথযাত্রার ধ্বনি** অনুচিন্তায়–নবু রথযাত্রার ধ্বনি শুনে জেগে ওঠে প্রাণ, হৃদয়ে বাজে যেন রথের বোলান। জগন্নাথের রথে ওঠে সবার মেলা, ভক্তির সাগরে ভাসে, অনুরাগের খেলা। রথের চাকার ঘূর্ণি, পথে পথে চায়, নির্মল আশায় ভাসে, মনের পরায়। রথের বেলে বেলের তালে, বাজে কাঁসার তান, প্রাণের মাঝে বাজে যেন মুক্তির গান। প্রভু জগন্নাথের সঙ্গ, ভক্তের হিয়া পূর্ণ, রথের…