বাতাসে আর্তনাদ / চিত্রশিল্পী তপন কর্মকার / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
বাতাসে আর্তনাদ চিত্রশিল্পী তপন কর্মকার জীবন তোমায় জানাই নমস্কার, কেন মনকে দিয়ে করলে তিরস্কার। জোগান দিতে পেটের দানা, তাতে কারোর হাত-পা কানা, এ কেমন ভাগ্য পেলাম পুরস্কার।। রাজার দেশে নেই তো রাজা, সবাই রাজার রাজা। একটু খানি হাসির প্রেমে, কেউ যে টানে গাজা। নেশায় ঘুমায় ঘাটি, রক্তে লাল মাটি, বাতাসে আর্তনাদের চিৎকার।। দিনে দিনে দিন…