নানা রুপে / অসিত ঘোষ / বাংলা কবিতা /
নানা রুপে অসিত ঘোষ জন্ম থেকে মানুষের পেটে শৈশবে পাকলে বলে এঁচোড়ে পাকা, বড় হয়ে পাকলে বলে কাঁঠাল একটা গাছ পাঁঠা,অপরটা ফল। ফলের ভিতরে বিচি গুলি পঞ্চ ব্যঞ্জন তরকারিতে খায়, এমনি পুরা জীবন আমার শেষে গরু ছাগলে পায়। পাকলে আমি গন্ধে ভরাই ভরে যায় সব মাছির দল, মাথায় কাঁঠাল ভেঙে খায় প্রবাদ বলে সব লোকদল।…