অমরত্বের শান্তিধাম / অশোক কুমার দাস / বাংলা কবিতা / সংখ্যা ১ /
—:: অমরত্বের শান্তিধাম ::— অশোক কুমার দাস আমি চলে গেলে তোদের নীড়ে আগের মতন আসবে ফিরে সেই শান্তি, হবি শান্ত! বিহগীত মতো দুটি ডানা মেলে উড়তে পারবি আকাশের কোলে আমার জন্য চেনা অরণ্য বড় অশান্ত, তোরা ক্লান্ত! ঘুম ভেঙে তোরা উঠবি যেই দেখবি হেথা আমি আর নেই অবাক হয়ে রইবি চেয়ে জানবি আছি…