শেষ কৃত্যের আগে! শরীর ক্লান্ত লাগে! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / সংখ্যা ৪ /
“শেষ কৃত্যের আগে! শরীর ক্লান্ত লাগে!” –:: প্রেমাঙ্কুর মালাকার ::- করোনায় মৃত কোন শব দেহ শেষকৃত্যের আগে- স্বাস্থ্য কর্মী মাটিতেই শুয়ে শরীর ক্লান্ত লাগে! সেকি অমানুষী শারীরিক শ্রম সারাদিন একরাশ! পরনে পি.পি.ই.মুখোশে পারেনা নিতে শ্বাস প্রশ্বাস! তথাপি ওদের সইতে হচ্ছে সামাজিক ঘৃণা রোজ; পড়সিরা চায় তাড়াতে ওদের পেশার পেলেই খোঁজ! পুলিশি প্রহরা নিয়ে…