করোনা ধ্বংস করতে নতুন এক ডিভাইস তৈরি করে ফেলেছেন বেঙ্গালুরুর বিজ্ঞানীরা
বেঙ্গালুরুর ডি স্ক্যালেন নামক সংস্থা এই ডিভাইস তৈরি করেছে যা দেখতে ছোটখাটো ড্রামের মতো। ঘরে, অফিসে, দোকানে, হোটেলে বা যে কোনও বড় জায়গায় লাগিয়ে রাখা যাবে। এর থেকে যে ইলেকট্রনের স্রোত বের হবে তাই করোনাভাইরাসের সংক্রামক প্রোটিনগুলোকে নিষ্ক্রিয় করে দেবে। হাঁচি-কাশির জলকণায় করোনা থাকলে শুষে নেবে। ভাইরাসের স্পাইক প্রোটিনগুলোকে নিষ্ক্রিয় করে দেবে। অনেকদূর অবধি এলাকাকে…