অনুভূতির আখর / ঈশিতা চৌধুরী / বাংলা কবিতা / সংখ্যা ৫ /
“অনুভূতির আখর” ******************** –:: ঈশিতা চৌধুরী ::– তোমার আধো অন্ধকারে ধ্রুবতারা হতে চাইনি তোমাকে যে আজও মনের মতো করে পাইনি ….. তুমি চিরকালের আমার, ডায়েরির পাতার ভাঁজে গোলাপের শুকনো পাতা, প্রতিটি কাঁটার ভিড়ে আমার বিবর্ণ-প্রায় হলদে সাদা নীল নীরবের গোপন কথা, আমি এই অভ্যেসে রোজ ভালো আছি, এই তোমাকে নিয়ে রবীন্দ্রনাথ নজরুলে আমার…