জাগরনে নয় স্বপনে / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / সংখ্যা ৭ /
“জাগরনে নয় স্বপনে” রণজিৎ মন্ডল যারে হেরি নাই চেয়ে মুখপানে বলি নাই কথা কোনখানে, অনুভবে পাই যেন দিবা নিশি মম হৃদয়ে, ক্ষনে ক্ষনে। বসন্তে হেরেছি দিগন্তে দিগন্তে লাল পলাশের রাগিনী, খুজেছি কুহু ডাকে পলাশের ফাকে ফাকে, কাটিছে কত যামিনী, আসিছে ভাসিয়া দক্ষিনবায়ে তারই বিরহ গানে গানে। অবশ মনেতে বিবশ ক্ষনেতে অকরূণ মায়া জড়ানো…