আনন্দ আগমনী / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা / আগমনী সংখ্যা ৯ /
“আনন্দ আগমনী” –:: রণজিৎ মন্ডল ::- শরতের আকাশে আজ মায়ের আগমনীর সাজ। সেজেছে নীল আকাশ – সাদা মেঘের ভেলায়, মায়ের আলতা রাঙা পায়ের অরুন আলোর মালায়। দিকে দিকে সোনালি সূর্যের আলোক রশ্মী, যেন বিচ্ছুরিত আলোকিত এক অপরূপ সৌন্দর্য্যের মায়ায়। সবুজে সবুজে – প্রকৃতি সেজেছে, নতুন ফুলের – কুড়িতে গাছ ভরেছে, ধ্বনিত হচ্ছে মনের…