ব্লকলিস্টেড / সুপ্তোত্থিতা সাথী / বাংলা ছোট গল্প /
“ব্লকলিস্টেড” সুপ্তোত্থিতা সাথী হঠাৎ একটা দুঃস্বপ্নের দমকে মাঝ রাতে চমকে উঠে বসলো কাঁকন। গলা শুকিয়ে কাঠ, বুকের বাঁদিকে যেন হাপর ওঠা নামা করছে। মাথার পাশে রাখা মুঠোফোনটা অন্ধকারে হাতড়ে স্ক্রিন অন করে দেখে নিলো টাইমটা। রাত প্রায় দেড়টা। মনকে অন্য দিকে ঘোরানোর জন্য ডেটা অন করলো ও।হঠাৎ ম্যাসেঞ্জারে টুং করে একটা ম্যাসেজ…