সেদিন ছিল, পঁচিশে জুলাই / কাকলি ভট্টাচার্য্য মৈত্র / বাংলা কবিতা /
“সেদিন ছিল, পঁচিশে জুলাই” ✍ কাকলি ভট্টাচার্য্য মৈত্র ফিসফাস আওয়াজ বাগানের কোনে, কলতলায়, জানলার পেছনে, ছাদের সিঁড়িতে, চিলেকোঠায়… আজকাল, বুকের ভেতরেও, মাথার ভেতরেও.. কবিতারা সব খায়, সব সব …ফিসফাস আওয়াজেরা, ধীরে ধীরে কবিতা হয়ে যায় যুবতী মেয়ের মতো। ….কিন্তু, কবিতা হয় না– মনের মধ্যে, জমে থাকা ছাইরঙা বাদল মেঘ নিম্নচাপের বৃষ্টি হয়ে ঝরে…