ঔরসের অহঙ্কার / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
☆★☆”ঔরসের অহঙ্কার”☆★☆ ○●○●○●○●○●○●○●○●○ শিব প্রসাদ হালদার একে একে ত্রিশ বছরের বাৎসল্যের পবিত্র বন্ধন যখন পলে পলে পদাহত, পথহারা পুত্রের অবুঝ অভিলাষ- ঔদ্ধত্যে প্রকাশ পায়-সে অ্যাডাল্ট। শোনে না বারন-সেচ্ছায় পেতে চায় স্বাধিকার- অপ্রত্যাশিত অনৈক্য অভিসন্ধি, পিতৃ হৃদয়কে করে ক্ষত-বিক্ষত! বার্ধক্যের কম্পিত হস্তে ক্যালেন্ডারের পাতায় পড়ে বিদগ্ধ স্মৃতির কালোদাগ!! স্বচ্ছতার স্বপক্ষে সর্বদাই সচেষ্ট অশিষ্টতার প্রতিবাদে…