নয়া পরিযায়ী এরা ! তিস্তা পাড়েই ডেরা /প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / দীপাবলি সংখ্যা /
“নয়া পরিযায়ী এরা ! তিস্তা পাড়েই ডেরা !” ✍ প্রেমাঙ্কুর মালাকার এতদিন শীতে গুজরাতে যেতো কিংবা রাজস্থানে – এবারে বাছলো জলপাইগুড়ি তিস্তাপাড়ের টানে। ওরা একঝাঁক পরিযায়ী পাখি ‘ডিমাসাল ক্রেন’ নাম ; তিস্তাপাড়েই এবার বাঁধলো ওদের শীতের ধাম। সারস প্রজাতি বঙ্গভূমিতে করেনি পদার্পণ ; তাই এ পাখির বাঙলা নামের নেই কোন প্রচলন। মঙ্গোলিয়া ও…