মা, কি হবে মা তোমায় ডেকে / রণজিৎ মন্ডল / শ্যামাসঙ্গীত / দীপাবলি সংখ্যা /
“মা, কি হবে মা তোমায় ডেকে” ✍ রণজিৎ মন্ডল কি হবে মা তোমায় ডেকে দেখতে যদি না পাই তোমায়, জানাতে যদি না পারি মা ব্যাথা আমার আছে কোথায়… কি হবে মা তোমায় ডেকে… মা যদি হও আমার তুমি, ডাকলে সাড়া পাই না কেন, মা মা বলে ডাকি এতো মা কালি কালা হয়েছে যেন,…