শুভ বিজয়া / অধ্যাপিকা বুলবুলি ব্যানার্জী / বাংলা কবিতা / দীপাবলি সংখ্যা /
**শুভ বিজয়া ** ✍ অধ্যাপিকা বুলবুলি ব্যানার্জী বিজয়া সারা হোলো। এখন জলে ভেসে যাচ্ছেন ঈশ্বর উৎসবের প্রদীপ রাখা আছে নির্জন ঘাটলায় ঢাকীরা ফিরে যাচ্ছে আগামী পঞ্চমীর বোলে সব আলো নিভে গেলে রূপহীন অরূপের গভীরেতে মিশে যাওয়া বিশ্বাস হেরে গেলে আর কোথা কিছু নেই তখন মননেই রাত নামে একা একা আলোদের ওধারেতে বাস। এই…