মায়ের স্নেহ / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
“মায়ের স্নেহ” ✍ মৃনাল কান্তি বাগচী মায়ের কথা যখন মোর মনে পড়ে চোখটি আসে জলে ভরে। এখণ আর কেউ বলেনা আমায় খোকা যাসনা ফেলে আমায় একা। ভুল রাস্তায় চলে গেলে উঠতে পারবিনা আমার কোলে। আমার স্নেহ, ভালোবাসা পাবি না আর চোখের জলে খুঁজবি আমায় বার বার। মায়ার সেই কথাগুলি বুঝিনি তখন আমি মায়ের…