হৃদয় রজ্জু / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
হৃদয় রজ্জু ✍ মৃনাল কান্তি বাগচী বনের পাখিরে বন্দী করে কি করবি ওরে যে পাখি পোষ মানেনা বৃথা কেন পোষা তারে? ভালোবাসার শেকল কেটে যে যেতে চায় চলে তাকে চলে যেতে দেওয়াই ভালো,যদি তাতে তার সুখ মেলে। সুখ নামের অচিন পাখি,তাকে ধরা নয় সহজ, এই ধরা বড়ই বৈচিত্র্যময়,তবুও কেউ দিতে পারেনা সুখের…