অভিমানী / ইন্দ্রানী চক্রবর্তী / বাংলা কবিতা /
অভিমানী ✍ ইন্দ্রানী চক্রবর্তী তোর সাথে আজ করলাম আড়ি এই বয়সে এটা যেন একটু বেশি বাড়াবাড়ি | বলছে সবাই বুঝিনা তোমার মতিগতি হেসে বলছে তুমি কি সেই ছোট্ট একরত্তি | তবুও আমার মনে জমেছে ভীষণ অভিমান বয়স বেড়েছে কমেনি তো জীবনের দাম | বুকের ভেতর ফাঁকা করে যেদিন সে চলে গেল তোকে কোলে…