প্রত্যাবর্তন / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
“প্রত্যাবর্তন” ✍ মৃনাল কান্তি বাগচী যদি আসিতে চাও আবার আসিতে পারো ফিরে, এখণও আমার সব স্বপন রয়েছে তোমাকে ঘিরে। ভালোবেসে তোমায় দিয়েছি হৃদয়, একদা যা দিয়েছি তোমায় তাতো ফিরিয়ে নেওয়ার নাহি উপায়। মোর শূন্য হৃদয় আজও তোমার তরে রয়েছে খালি, তুুমিতো স্বেচ্ছায় চলে গিয়েছো কি করে আবার আসিতে বলি? যদি তুমি আসিতে…