জীবন তরী / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা/
জীবন তরী ✍ রণজিৎ মন্ডল মোর জীবন তরী পসরা ভরি ভাসিল যবে, সে যে আপনি এসে রইলো বসে, সঙ্গে যাবে। সাত সাগরে কোন সে পারে অচিন দেশে, কোথায় যাবো কি যে পাবো কোন সে বেশে! জীবন তরী বড্ড ভারী অথৈ জলে, কেন সঙ্গী হয়ে আমায় নিয়ে একলা হলে! উথাল পাতাল সাগর জলে…