গানখানি গাঁথিলাম ছন্দে / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প / বর্ষবরণ সংখ্যা /
গানখানি গাঁথিলাম ছন্দে ✍ কাকলি ঘোষ স্যার বেরিয়ে গেলেন। পেছন পেছন বাকিরাও। বই খাতা গোছাতে গোছাতে একবার মনিদীপার দিকে চাইল কথাকলি। মুখ নিচু করে বসে আছে। মনে মনে ঠোঁট ওল্টায় ও। শুরু হল ঢং। ভালোবাসা ! প্রেম ! উফফ ! পারিস ও বাবা এত আদিখ্যেতা করতে ! চোখের জল ও এসে যায় ঠিক…