শূন্যতার মাঝে আকাঙ্খা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
শূন্যতার মাঝে আকাঙ্খা ✍ মৃনাল কান্তি বাগচী আমার মনের মাঝে আছে যে জন, সে কি সত্যি বোঝেনা মোর মন? আমি বেড়াই ঘুরে দেশে দেশে, মন থাকে সদা তার পিয়াসে। সে জেনে বুঝে থাকে দূরে দূরে, তার বিরহে বক্ষ ভাসে মোর অশ্রু নীরে। বসন্তের ওই নবীন হাওয়ায়,মন আমার হারিয়ে যায়, তবুও তার সনে একটি…